No products in the cart.
ডকুমেন্টারি ক্রেডিট ও বৈদেশিক বিনিময় -মুহাম্মাদ উল্লাহ
সম্পাদকিয় দুটি কথাঃ
বৈদেশিক বাণিজ্য ব্যবসায়ে সফলতা একটি ব্যাংকের জন্য শুধুমাত্র মুনাফা অর্জনের মাপকাঠিই নয় বরং দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গৌরব এবং আভিজাত্যের প্রতীক। কিন্ত এই অভিজাত শ্রেণীতে টিকে খাকার জন্য অংশ গ্রহণকারী প্রত্যেক কর্মকর্তাকে পরম উৎকর্ষতা এবং পেশাদারিত্বের পরিচয় প্রদর্শন করতে হয়। অন্যথায় এখানে স্থায়ী আসন ধরে রাখা কঠিন । পেশাদারিত্বের সর্বোচ্ছ উৎকর্ষতা প্রদর্শনের জন্য প্রয়োজন নিয়মিত আনুশীলন, বিষয় ভিত্তিক গভীর জ্ঞান, নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন এবং দেশীয় ও আন্তর্জাতিক আইন ও রুলসমূহের উপর ব্যাপক দখল। কিন্ত এটি অনস্বীকার্য যে, এসব বিষয়ে বুৎপত্তি অর্জনের জন্য আমাদের দেশে বৈদেশিক বাণিজ্যের উপর দেশীয় লেখকদের রচিত পুস্তক প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সর্বশেষ তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ,সহজবোধ্য ও সুখপাঠ্য বই পাবার জন্য ব্যাংকারদের দীর্ঘদিনের আকাঙ্খা ছিল। আমার স্নেহাস্পদ সুহাম্মদ উল্লাহ দেশের সর্বশ্রেনীর ব্যাংকারদের দীর্ঘদিরের আকাঙ্খা পূরণার্থে সর্বপ্রথম বাংলা ভাষায় বৈদেশিক বাণি্রজ্যর প্রায় সকল বিষয় অন্তর্ভূক্ত করে ডকুমেন্টানী ক্রেডিট ও বৈদেশিক বিনিময় শীর্ষক একটি মান সম্পন্ন বই উপহার দিতে সক্ষম হয়েছেন।গ্রস্থটির চতুর্থ সংস্করন বের হতে যাচ্ছে। আমি এর অংশীদার হতে পেরে আনান্দিত। বইটির পান্ডলিপি আমি দেখেছি। বিষয় বস্তুর বৈচিত্রতা, একঘেয়ে ক্লান্তিকর বর্ণনার পরিহার ভাষা প্রয়োগ ও শব্দ চয়নে পরিচিতি বোধ, অসাধারন দক্ষতায় কঠিন বিষয়ের সহজ সাবলীল উপস্থাপনা এসবই বইটির গ্রহণযোগ্যতাকে ঈর্ষনীয় পর্যায়ে উন্নীত করার মূল নিয়ামক বলে আমার নিকট প্রতীয়ামান হয়েছে। আমি জেনে আরো আনন্দিত যে, বইটির সর্বশেষ সংস্করণে ইন্টার ন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC) কর্তৃক সর্বশেষ পরিবর্তিত ISBP নতুন ভাবে প্রণীত The Uniform Rules for Bank to Bank Payment Obligation(BPO) ছাড়াও বৈদেষিক বাণিজ্যে সময়ের দাবী UPAS LC-এর উপর একটি চৎকার লেখনী সংযোজন করা হয়েছে। চমকপ্রদ ৪০টি কেইস স্টাডি সমৃদ্ধ বইটি ব্যাংকারদের আন্তর্জাতিক বাণিজের জ্ঞানকে নি:সন্দেহে প্রয়োগিক সফলতার উচ্চতর চুড়ায় এগিয়ে যাবে এবং দৈনদিন কার্যক্ষেত্রে প্রতারনা ও জাল-জালিয়াতি এছাতে সাহায্য করবে বলে আমি আশা করি। আমি লেখকের সৃজনশীল কর্মের অব্যাহত উন্নতি এবং সুলিখিত এই বইটির বহুল প্রচার কামনা করছি।
-মোহম্মদ শামস-উল ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও
অগ্রণী ব্যাংক লিমিটেড।
Reviews
There are no reviews yet.